প্রধান শিক্ষকের বাণী
আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর—বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষে বাংলাদেশের অন্যতম দ্বীপ ভোলা জেলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়টি শত বছরের দোর গোড়ায় দাঁড়িয়ে
বিশ্বেও সাথে তালমিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে।
এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বে—সরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেয়াই আমাদের অন্যতম মূল লক্ষ ও উদ্দেশ্য।
এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দূনীর্তিমুক্ত শিক্ষা ব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা
করাই আমাদের ব্রত। ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
সবশেষে, এর সাথে সংশ্লিষ্ট সকল কলা—কুশলীদের জানাই আন্তরিক
ধন্যবাদ।
প্রধান শিক্ষক
সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়
দৌলতখান, ভোলা।
নামঃ নাজমুল হোসেন
পদবীঃ প্রধান শিক্ষক
বিদ্যালয়ের নামঃ সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়
যোগদান তারিখঃ